Khoborerchokh logo

ষষ্ঠ দফায় রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবরেটরীতে ৯১ টি নমুনা নিয়ে পরীক্ষা কার্যক্রম চলছে। 242 0

Khoborerchokh logo

ষষ্ঠ দফায় রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবরেটরীতে ৯১ টি নমুনা নিয়ে পরীক্ষা কার্যক্রম চলছে।

রংপুর ব্যুরো 
 রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ  ডাঃ প্রফেসর এ কে এম নূর-উন-নবী লাইজু বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার জমা পড়া ৯১ টি নমুনা নিয়ে আজ সকাল দশটা থেকে পরীক্ষা কার্যক্রম শুরু হয়েছে।  বিকেল পাঁচটার পর রিপোর্ট আইইডিসিআরের জমা দেয়া হবে।
এর আগে বৃহস্পতিবার পঞ্চম দফায় ৮৯টি নমুনা পরীক্ষা করা হয় এরমধ্যে একজনের করোনা শনাক্ত হয়। তিনি নীলফামারীর সৈয়দপুরের ২নং ওয়ার্ডের কালীঘাট মধুপুর এলাকার বাসিন্দা হাফিজুল হক নামের নারায়ণগঞ্জ থেকে সম্প্রতি বাড়ি এসেছেন। অন্যদিকে চতুর্থ দফায় পরীক্ষা করা ৫৬ টির মধ্যে একজনের শরীরে করোনা সনাক্ত হয়েছে। তিনি রংপুরের মিঠাপুকুরের বালারহাট এর খন্দকার পাড়ার একজন ছাত্র।এর আগে তৃতীয় দফায় ৫৩ নটি নমুনা পরীক্ষা করে নীলফামারী কিশোরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসকের শরীরে করোনা শনাক্ত হয়।
 এছাড়াও দ্বিতীয় দফায় ২৭ টি ও প্রথমবারের মতো ৪২ টি জমা পড়া নমুনা দিয়ে পরীক্ষা কার্যক্রম সম্পন্ন হয়, তাতে কেউ করোনা শনাক্ত হয়নি।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com